Hou Jodi Nil Akash Samina

হও যদি তুমি নীল আকাশ
আমি মেঘ হব আকাশে
হও যদি অথৈ সাগর
আমি ঢেউ হব সাগরে
হও যদি ওই হিমালয়
তোমাকে করব আমি জয়
তোমাকে. চাই তোমাকে
তুমি যে আর কারো নও
বলতে পারি আমি নির্ভয়ে
তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নির্ভয়ে
তুমি আছ হৃদয়ে

তুমি হলে ওই অরণ্য
আমি হব সবুজ
ও. তোমারই প্রেমে মন দুরন্ত
তোমার কাছে অবুঝ
হও যদি ওই হিমালয়
তোমাকে করব আমি জয়
তোমাকে. চাই তোমাকে
তুমি যে আর কারো নও
বলতে পারি আমি নির্ভয়ে
তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নির্ভয়ে
তুমি আছ হৃদয়ে

আমারই দেহে প্রাণ গো তুমি
তুমিই আমার নিঃশ্বাস
ও. তোমাকে ছাড়া নিষ্প্রাণ আমি
এই তো আমার বিশ্বাস
হও যদি ওই হিমালয়
তোমাকে করব আমি জয়
তোমাকে. চাই তোমাকে
তুমি যে আর কারো নও
বলতে পারি আমি নির্ভয়ে
তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নির্ভয়ে
তুমি আছ হৃদয়ে



Credits
Writer(s): Kabir Bakul, S I Tutul
Lyrics powered by www.musixmatch.com

Link