Bolna

মন তোরে বলি যত
তুই চলেছিস তোরই মত
সাধ্য কী আমার ছুটি তোর পিছনে?
মন বলি তুই ফিরে যা
মন ছাড়া কি যায় রে বাঁচা?
তুই ছাড়া কে আর আছে এই জীবনে?

কী কারন অকারন এত করিস জ্বালাতন
ভালো লাগে না এ দোটানা ও যাতন সারাক্ষন
বলনা, তুই বলনা, কেন এ ছলনা?
ও মন, তুই বলনা, ভালোবাসি বলনা
বলনা, তুই বলনা, ভুলে গিয়ে ছলনা
একবার শুধু বলনা, ভালোবাসি বলনা

এই কথা, সেই কথা, কত কথা যে বলিস
শুধু বলিস না মন কী কয়
ভালোবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কী চায়
কী কারন অকারন এত করিস জ্বালাতন?
ভাল লাগে না এ দোটানা ও যাতন সারাক্ষন

বলনা, তুই বলনা, কেন এ ছলনা?
ও মন, তুই বলনা, ভালোবাসি বলনা (ভালোবাসি বলনা)
বলনা, তুই বলনা, ভুলে গিয়ে ছলনা
একবার শুধু বলনা, ভালোবাসি বলনা

অন্তরটা দিলাম খুলে দেখিস না তো ফিরে
তোর মন বোঝা ভীষণ দায়
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই

কী কারন অকারন এত করিস জ্বালাতন?
ভালো লাগে না এ দোটানা ও যাতন সারাক্ষন
বলনা, তুই বলনা, কেন এ ছলনা?
ও মন, তুই বলনা, ভালোবাসি বলনা (ভালোবাসি বলনা)
বলনা, তুই বলনা, ভুলে গিয়ে ছলনা
একবার শুধু বলনা,ভালোবাসি বলনা

মন তোরে বলি যত
তুই চলেছিস তোরই মত
সাধ্য কী আমার ছুটি তোর পিছনে?
মন বলি তুই ফিরে যা
মন ছাড়া কি যায় রে বাঁচা?
তুই ছাড়া কে আর আছে এই জীবনে?
কী কারন অকারন এত করিস জ্বালাতন?
ভালো লাগে না এ দোটানা ও যাতন সারাক্ষন
বলনা, তুই বলনা, কেন এ ছলনা?
ও মন, তুই বলনা, ভালোবাসি বলনা
বলনা, তুই বলনা, ভুলে গিয়ে ছলনা
একবার শুধু বলনা, ভালোবাসি বলনা



Credits
Writer(s): Gunjon Chowdhuri
Lyrics powered by www.musixmatch.com

Link