Juddho

বিকাল গড়িয়ে আসছে সন্ধ্যা
ভীত দেশের সব জনতা
রাত্রি হলেই হবে শুরু
আকাশ থেকে বোমা বৃষ্টি
যে বৃষ্টি রক্তে ভেজায়
আমার সোনার মাতৃভূমি
ঘরবাড়ি সব ধসে পরে
হাজার মানুষের আর্তনাদে
এক হাতে লোভ আর অন্য হাতে সন্ত্রাস নিয়ে
দুই আর দুই পাঁচ মিলিয়ে যাচ্ছো তুমি কোন পথে
অলস যুদ্ধ থামাতে ব্যাস্ত আমাদের প্রিয় জাতিসংঘ
কিবা তারা করতে পারে কেনা চেয়ারে আছে পুতুল বসে
অলস যুদ্ধ থামাতে ব্যাস্ত আমাদের প্রিয় জাতিসংঘ
কিবা তারা করতে পারে কেনা চেয়ারে আছে পুতুল বসে
লোভী চোখ খুবই ব্যাস্ত
শিশুর রক্তে তেষ্টা মেটানো
সব কিছুই আমরা বুঝি
কোথায় আছে it runs in the family
সন্ত্রাসী কে বুঝি না আমি
মাঝে মাঝে একলা হাসি
নতুন সব rules regulation
আর কাল্পনিক wepon of mess destruction
এক হাতে লোভ আর অন্য হাতে সন্ত্রাস নিয়ে
দুই আর দুই পাঁচ মিলিয়ে যাচ্ছো তুমি কোন পথে
অলস যুদ্ধ থামাতে ব্যাস্ত আমাদের প্রিয় জাতিসংঘ
কিবা তারা করতে পারে কেনা চেয়ারে আছে পুতুল বসে
অলস যুদ্ধ থামাতে ব্যাস্ত আমাদের প্রিয় জাতিসংঘ
কিবা তারা করতে পারে কেনা চেয়ারে আছে পুতুল বসে
আমার ক্রোধ তোমার জন্য
আমার ঘৃণা তোমার জন্য
সব সন্ত্রাস তোমার জন্য
সব রক্ত তোমার জন্য
আমার ক্রোধ তোমার জন্য
আমার ঘৃণা তোমার জন্য
সব সন্ত্রাস তোমার জন্য
সব রক্ত তোমার জন্য



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link