Mon Je Bole Chini Chini

মন যে বলে, চিনি চিনি
যে গন্ধ বয় এই সমীরে
কে ওরে কয় বিদেশিনী
চৈত্ররাতের চামেলিরে
মন যে বলে, চিনি চিনি

রক্তে রেখে গেছে ভাষা
স্বপ্নে ছিল যাওয়া-আসা
রক্তে রেখে গেছে ভাষা
স্বপ্নে ছিল যাওয়া-আসা
কোন যুগে কোন হাওয়ার পথে
কোন বনে কোন সিন্ধুতীরে

মন যে বলে, চিনি চিনি

এই সুদূরে পরবাসে
ওর বাঁশি...
ওর বাঁশি আজ প্রাণে আসে
এই সুদূরে পরবাসে
ওর বাঁশি...
ওর বাঁশি আজ প্রাণে আসে

মোর পুরাতন দিনের পাখি
ডাক শুনে তার উঠল ডাকি
মোর পুরাতন দিনের পাখি
ডাক শুনে তার উঠল ডাকি
চিত্ততলে জাগিয়ে তোলে
অশ্রুজলের ভৈরবীরে

মন যে বলে, চিনি চিনি
যে গন্ধ বয় এই সমীরে
কে ওরে কয় বিদেশিনী
চৈত্ররাতের চামেলিরে
মন যে বলে, চিনি চিনি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link