Cheyechhilam Sukhi Hote

চেয়েছিলাম সুখী হতে
চেয়েছি আমি তোমায় পেতে
চেয়েছিলাম সুখী হতে
চেয়েছি আমি তোমায় পেতে

হইনি সুখী, হয়নি পাওয়া
সবই আমার বৃথা চাওয়া
একা আমি
বসে আছি আজও আশায়
একলা একা মেঘলা বেলায়

চেয়েছিলাম সুখী হতে
চেয়েছি আমি তোমায় পেতে
চেয়েছিলাম সুখী হতে
চেয়েছি আমি তোমায় পেতে

মনে পড়ে কথাগুলো
কান্না আমার ভেজায় ধুলো
কাঁদি আমি
কেন আসা, কেন যাওয়া?
কেন দিয়ে ফিরিয়ে নেওয়া?

চেয়েছিলাম সুখী হতে
চেয়েছি আমি তোমায় পেতে
চেয়েছিলাম সুখী হতে
চেয়েছি আমি...



Credits
Writer(s): Tapas Das, Gautam Sushmit
Lyrics powered by www.musixmatch.com

Link