Tomare Dekhilo

তোমারে দেখিলো পরানও ভরিয়া
আসমান জমিন দরিয়া

(হুঁম... হুঁম...)

তোমারে দেখিলো পরানও ভরিয়া
আসমান জমিন দরিয়া
চলিতে চলিতে থামিয়ো
দেখিবো তোমারে আমিও
ওহ, রুপে দিলা তুমি পাগল করিয়া

(হুঁম... হুঁম...)

ও... কাজলটা মাখিতে, ডাগরও আঁখিতে
নজর পড়িলে কী হবে?
ও... প্রেমেতে পড়িবে, মরনে মরিবে
দেখিয়ো তুমি তবু নীরবে

চোখেরো পলকে, পলকে
রুপেরো ঝলকে, ঝলকে
আমি যে ডুবে রই সেই প্রেমে পড়িয়া
ওহ, রুপে দিলা তুমি পাগল করিয়া...

(হুঁম... হুঁম... হুঁম...)

ও মায়া হাসিরে, কী ভালবাসিরে! (লা-লা-লা-লা)
এমনো করিয়া হাসিয়ো (লা-লা-লা-লা)
ও... নিকটে থাকিয়ো, দেখিয়া রাখিয়ো
এভাবে তুমি ভালবাসিয়ো

যাবে রে যে পথে, যাবে রে (রা-রা-রা)
পাবে রে দেখিতে, পাবে রে
তোমারে দেখে সব ফুল গেছে ঝরিয়া
ওহ, রুপে দিলা তুমি পাগল করিয়া...

তোমারে দেখিলো পরানও ভরিয়া
আসমান জমিন দরিয়া

(হুঁম... হুঁম...)

তোমারে দেখিলো পরানও ভরিয়া (লা-রা-রা)
আসমান জমিন দরিয়া
চলিতে চলিতে থামিয়ো (লা-রা-রা)
দেখিবো তোমারে আমিও
ওহ, রুপে দিলা তুমি পাগল করিয়া

(হুঁম... হুঁম...)



Credits
Writer(s): Nancy Ajram, Habib Salem
Lyrics powered by www.musixmatch.com

Link