Dodo Dub

ও মউ
তুমি জানো না যে মাঝরাতে,
একঘেয়ে এই বিছানাতে,
আজও কথা বলি কার সাথে...

জানি না
কার কি যায় বা আসে তাতে,
তাই গান গাই রাস্তাতে,
আর ভুলে যাই পস্তাতে...

জীবন
চলছে না আর সোজা পথে,
দেখো আজ হাসি কোনো মতে,
বেঁচে গেছি বলি হতে হতে...

হয়তো
মরে গেলে হত বেশি ভালো,
কেন এত সুখ ফেলে গেলো,
জীবনের সেরা স্মৃতি গুলো?

স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে, আর হাত পাতে
আর ভেঙ্গে পরে কান্নাতে...

উৎপাতে হয়ে দিশেহারা,
তার ভয়ে হই ঘর ছাড়া,
দিই পলায়নে আস্কারা
আমায়...

এই প্রাণ
এই ভাবে পলাতক হলো
তবু যাবে কাহাতক বলো?
শেষ হয়ে গেল পেট্রল-ও...

থামি
সুনশান ফাঁকা বাইপাসে,
আর হৃদয়ের সার্কাসে,
স্মৃতি দেয় ধুয়ো আর হাসে...

বলো ঘৃণা করবে কি প্রিয়তমা?
যদি চেয়ে নিতে বলি ক্ষমা,
বলি শো-কজ টা দিতে জমা?

এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
আরে! ফুটেছে হাসনুহানা...
তাকাও...

জীবন
চলছে না আর সোজা পথে,
দেখ আজও হাসি কোনো মতে,
বেঁচে গেছি বলি হতে হতে...

হয়তো
মরে গেলে হত বেশি ভালো,
কেন এত সুখ ফেলে গেলো?
জীবনের সেরা স্মৃতি গুলো...

এই প্রাণ
এই ভাবে পলাতক হলো
তবু যাবে কাহাতক বলো?
শেষ হয়ে গেল পেট্রল-ও...

থামি
শুনশান ফাঁকা বাইপাস-এ,
আর হৃদয়ের সার্কাস-এ,
স্মৃতি দেয় ধুয়ো আর হাসে...



Credits
Writer(s): Arthur Flink, Hielke Praagman
Lyrics powered by www.musixmatch.com

Link