Tumi Ebar Amaay Loho He Nath

তুমি এবার আমায় লহো হে নাথ, লহো
তুমি এবার আমায় লহো হে নাথ, লহো
তুমি এবার আমায়
এবার তুমি ফিরো না হে
এবার তুমি ফিরো না হে
হৃদয় কেড়ে নিয়ে রহো
হৃদয় কেড়ে নিয়ে রহো

তুমি এবার আমায় লহো হে নাথ, লহো
তুমি এবার আমায়

যে দিন গেছে তোমা বিনা
তারে আর ফিরে চাহি না
যাক সে ধুলাতে
যে দিন গেছে তোমা বিনা
তারে আর ফিরে চাহি না
যাক সে ধুলাতে

এখন তোমার আলোয় জীবন মেলে
এখন তোমার আলোয় জীবন মেলে
যেন জাগি অহরহ
যেন জাগি অহরহ

তুমি এবার আমায় লহো হে নাথ, লহো
তুমি এবার আমায়

কী আবেশে কিসের কথায়
ফিরেছি হে যথায় তথায়
পথে-প্রান্তরে
কী আবেশে কিসের কথায়
ফিরেছি হে যথায় তথায়
পথে-প্রান্তরে

এবার বুকের কাছে ও মুখ রেখে
এবার বুকের কাছে ও মুখ রেখে
তোমার আপন বাণী কহো
তোমার আপন বাণী কহো

তুমি এবার আমায় লহো হে নাথ, লহো
তুমি এবার আমায়

কত কলুষ কত ফাঁকি
এখনো যে আছে বাকি
মনের গোপনে
কত কলুষ কত ফাঁকি
এখনো যে আছে বাকি
মনের গোপনে

আমায় তার লাগি আর ফিরায়ো না
আমায় তার লাগি আর ফিরায়ো না
তারে আগুন দিয়ে দহো
তারে আগুন দিয়ে দহো

তুমি এবার আমায় লহো হে নাথ, লহো
তুমি এবার আমায়
এবার তুমি ফিরো না হে
এবার তুমি ফিরো না হে
হৃদয় কেড়ে নিয়ে রহো
হৃদয় কেড়ে নিয়ে রহো

তুমি এবার আমায় লহো হে নাথ, লহো
তুমি এবার আমায়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link