Hridi Padde Charana Rakho

হৃদি-পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম
বাঁকা শিখী-পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম
হৃদি-পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম
বাঁকা শিখী-পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম
তুমি দাঁড়ায়ো ত্রিভঙ্গে
অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে
অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে
অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে
বাঁকা শিখী-পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম
বাঁকা শিখী-পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম

সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে
পীতধড়া প'রো কালো অঙ্গে, হরি হে
পীতধড়া প'রো কালো অঙ্গে
নীল কপোত সম ও রাঙা চরণ দুটি
নীল কপোত সম ও রাঙা চরণ দুটি
নেচে যাক অপরূপ ভঙ্গে, বঁধু
নেচে যাক অপরূপ ভঙ্গে

যেন নূপুর বাজে
হরি সেই পায়ে যেন নূপুর বাজে
হরি সেই পায়ে যেন নূপুর বাজে
বনে নয় শ্যাম মনোমাঝে যেন নূপুর বাজে
বনে নয় শ্যাম মনোমাঝে যেন নূপুর বাজে
ঐ চরণে জড়ায়ে পরান আমার
ঐ চরণে জড়ায়ে পরান আমার
যেন মঞ্জির হয়ে বাজে
যেন মঞ্জির হয়ে বাজে
যেন মঞ্জির হয়ে বাজে



Credits
Writer(s): Islam Kazi Nazrul, Kalyani Kazi, Ramanuj Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link