Chaya Ghanaiche Bone Bone

ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া
ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া
কবে নবঘন-বরিষনে, গোপনে গোপনে এলি কেয়া
ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া
ছায়া ঘনাইছে বনে বনে...

পূরবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে
পূরবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে
হাওয়াতে কী পথে দিলি খেয়া
আষাঢ়ের খেয়ালের কোন্ খেয়া
ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া
ছায়া ঘনাইছে বনে বনে...

যে মধু হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা
যে মধু হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা
বুঝি এলি যার অভিসারে মনে মনে দেখা হল তারে
বুঝি এলি যার অভিসারে মনে মনে দেখা হল তারে
আড়ালে আড়ালে দেয়া-নেয়া
আপনায় লুকায়ে দেয়া-নেয়া
ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া
ছায়া ঘনাইছে বনে বনে...
কবে নবঘন-বরিষনে, গোপনে গোপনে এলি কেয়া
ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া
ছায়া ঘনাইছে বনে বনে...



Credits
Writer(s): Arko Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link