Tumi Sundaro Jadi Nahi

তুমি সুন্দর যদি নাহি হও
তাই বল কি বা যায় আসে
প্রিয়ার কি রূপ সেই জানে, সেই জানে
ওগো যে কখনো ভালোবাসে।।

শত মনোহার হলে তবু হায়
নীরব বীনারে কেবা দেখে যায়
কাঁদে যদি সুর সমবেদনায়।
আঁখি তবে জলে ভাসে।।

জানিতে চাহিনা তুমি কি যে
শুধু তোমার তুমিরে জানি।
আমার নয়নে প্রতিমা হয়েছো
তাই তুমি ওগো রানী।

কেন তবু বেজে মোহ ভাব হায়
জান না তোমারই করুণা কনায়
কাঙ্গাল হৃদয় ভরে গেছে মোর।
যেদিন দাঁড়ালে পাশে।।



Credits
Writer(s): Gupta Shyamal, Balsara V
Lyrics powered by www.musixmatch.com

Link