Dheu aase

ঢেউ আসে আর ঢেউ যায়,
অমৃত সাগর মোহনায়,
ঢেউ আসে আর ঢেউ যায়,
অমৃত সাগর মোহনায়,
ধু ধু বালুতটে
কত ছবি ফোটে,
ধু ধু বালুতটে
কত না ছবি ফোটে,
আর কত ছবি যে হারায়,

আজ রাতের বুকে
দিন হয় বিলীন
কাল সূর্য এনে দেয়
নতুন দিন
আজ রাতের বুকে
দিন হয় বিলীন
কাল সূর্য এনে দেয়
নতুন দিন,
আজ হারাল যে
কাল কোথাও সে
আজ হারাল যে
কাল কোথাও সে
আসে ফিরে ফিরে
এ প্রাণ মেলায়
ধু ধু বালুতটে
কত না ছবি ফোটে
আর কত ছবি
যে হারায়,
ঢেউ আসে আর ঢেউ যায়,
আজ মন খুঁজে পেল,
খুশির গান,
কাল ব্যাথার ডানা মেলে
দেবে উড়ান
আজ মন খুঁজে পেল
খুশির গান
কাল ব্যাথার ডানা মেলে
দেবে উড়ান,
নেই ফুরিয়ে যাওয়া
কোনো শুরুও নেই
যত অচেনা বাধা
সব চেনা পথেই
নেই ফুরিয়ে যাওয়া
কোনো শুরুও নেই
যত অচেনা বাধা
সব চেনা পথেই
যত অহংকার
নেই সীমানা যার
যত অহংকার
নেই সীমানা যার
শেষে পড়ে থাকে
একা কালবেলায়
ধু ধু বালুতটে
কত ছবি ফোটে,
ধু ধু বালুতটে
কত না ছবি ফোটে
আর কত ছবি যে হারায়,
ঢেউ আসে আর ঢেউ যায়
অমৃত সাগর মোহনায়
ধু ধু বালুতটে
কত ছবি ফোটে
ধু ধু বালুতটে
কত না ছবি ফোটে
আর কত ছবি যে হারায়
ঢেউ আসে আর
ঢেউ যায়...



Credits
Writer(s): Uday Bandyopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link