Mor Beena Othe

মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয়স্পন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীনা ওঠে কোন সুরে বাজি

আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত
আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত
আলোকের নৃত্যে বনান্ত
মুখরিত অধীর আনন্দে

মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি

অম্বরপ্রাঙ্গণমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে
অম্বরপ্রাঙ্গণমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে

কার পদপরশন-আশা
তৃণে তৃণে অর্পিল ভাষা
কার পদপরশন-আশা
তৃণে তৃণে অর্পিল ভাষা
সমীরণ বন্ধনহারা উনমন কোন বনগন্ধে

মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয়স্পন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীনা ওঠে কোন সুরে বাজি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link