Cheletir Naam Megh

ছেলেটির নাম মেঘ উড়ো উড়ো ডানাতে রদ্দুর
মেয়েটির নাম বৃষ্টি ঝিরি ঝিরি হাসিতে ভরপুর
ছেলেটির নাম মেঘ উড়ো উড়ো ডানাতে রদ্দুর
মেয়েটির নাম বৃষ্টি ঝিরি ঝিরি হাসিতে ভরপুর
অ অ ছেলেটির নাম মেঘ মেয়েটির নাম বৃষ্টি
ছেলেটির নাম মেঘ মেয়েটির নাম বৃষ্টি
সে ছেলে ডাকে মেঘমল্লারে সে মেয়ে হাসে বসন্ত বাহারে
সে ছেলে ডাকে মেঘমল্লারে সে মেয়ে হাসে বসন্ত বাহারে
সাড়া দেয় তার কত্থক নূপুর
সাড়া দেয় তার কত্থক নূপুর
ছেলেটির নাম মেঘ উড়ো উড়ো ডানাতে রদ্দুর
মেয়েটির নাম বৃষ্টি ঝিরি ঝিরি হাসিতে ভরপুর
অ অ ছেলেটির নাম মেঘ মেয়েটির নাম বৃষ্টি
ছেলেটির নাম মেঘ মেয়েটির নাম বৃষ্টি
সে ছেলে ডাকে মাদলের স্মরে
সে মেয়ে হাসে বৃষ্টি সেতারে
সে ছেলে ডাকে মাদলের স্মরে
সে মেয়ে হাসে বৃষ্টি সেতারে
ঝাজা দেয় তার কাঁকনের সুর
ঝাজা দেয় তার কাঁকনের সুর
ছেলেটির নাম মেঘ উড়ো উড়ো ডানাতে রদ্দুর
মেয়েটির নাম বৃষ্টি ঝিরি ঝিরি হাসিতে ভরপুর
অ অ ছেলেটির নাম মেঘ মেয়েটির নাম বৃষ্টি
ছেলেটির নাম মেঘ মেয়েটির নাম বৃষ্টি
সে ছেলে ডাকে মাদলের স্বরে
সে মেয়ে হাসে বৃষ্টি সেতারে
সে ছেলে ডাকে মাদলের স্বরে
সে মেয়ে হাসে বৃষ্টি সেতারে
ঝাজা দেয় তার কাঁকনের সুর
ঝাজা দেয় তার কাঁকনের সুর
ছেলেটির নাম মেঘ
উড়ো উড়ো ডানাতে রোদ্দুর
মেয়েটির নাম বৃষ্টি
ঝিরি ঝিরি হাসিতে ভরপুর
ও... ও... ও ছেলেটির নাম মেঘ মেয়েটির নাম বৃষ্টি
ছেলেটির নাম মেঘ মেয়েটির নাম বৃষ্টি



Credits
Writer(s): Lilamoy Patra, Sourav Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link