Juju

আমি আজ ভেঙ্গে দেবো জোড়া ফুলদানি
বড়দের টিভি খুলে खिलती जवानी
ছুঁচোবাজি ছেড়ে দেবো ঠাকুমার ঘরে
একটাই danger, জুজু যদি ধরে!

জুজু যদি থাবড়ায়, lamp post কানা
লরি হয়ে যাবে মারুতির ছানা
ন্যাজ তুলে হুড়ো দিলে জানো না কি চিজ
হাতজোড় করে বলো please, please, please

জুজু, জুজু, আমাকে থাবা দিও না
জুজু, জুজু, তুমি তো জুজুসোনা
এই জুজু, এই জুজু, আমাকে থাবা দিও না
এই জুজু, এই জুজু, তুমি তো জুজুসোনা

আমি আজ head office-এ পাঠাবো না fax
Boss-এর দু'কান মুলে করবো relax
দোল খেয়ে বসে যাব স্টেনোটির কোলে
একটাই ভয়, যদি জুজু ফোন তোলে!

জুজু যদি আঁচড়ায়, হাতে handloom
Jeans-এর খাঁজে ছোট বাথরুম
বেঁকেচুরে উড়ে এলে ভুলো না সেলাম
মশারির জালে লেখো রাম, রাম, রাম

জুজু, জুজু, আমাকে থাবা দিওনি
জুজু, জুজু, তুমি তো জুজুমণি
এই জুজু, এই জুজু, আমাকে থাবা দিওনি
এই জুজু, এই জুজু, তুমি তো জুজুমণি

আমি সেই জুজু, যার এত নাম-গান
Total area জুড়ে ভয়ের দোকান
ভীতুর মুণ্ডুগুলো সাজিয়েছি rack-এ
একটাই গেরো, যদি বাবা জুজু দেখে!

বাবা যদি হাঁকড়ায়, জিন্দেগি কাঁচি
Business talk-এ collar-এ ঘামাচি
দাড়ি নেড়ে বাড়ি এলে বাগিও না ফাঁট
ভয়ের পুঁটুলি ফেলে কাট কাট কাট

জুজু, জুজু, আমাকে থাবা দিও না
জুজু, জুজু, তুমি তো বাবা সোনা
এই জুজু, এই জুজু, আমাকে থাবা দিও না
এই জুজু, এই জুজু, তুমি তো জুজুসোনা
জুজু, জুজু, জুজু, জুজু, আমাকে থাবা দিও না
এই জুজু, এই জুজু, তুমি তো জুজুসোনা
এই জুজু, এই জুজু, আমাকে থাবা দিও না
এই জুজু, এই জুজু, তুমি তো জুজুসোনা



Credits
Writer(s): Chandril, Chandrabindoo
Lyrics powered by www.musixmatch.com

Link