Evolution

জানি না কে দিয়েছিল পলাশকে তার ডাক নাম
জানি না কতটা ঘন হলে মেঘ হবে ঘনশ্যাম
জানি না কতটা কথা হলে হবে কথকথা
জানি না কি ভাবে স্রোত ভেঙ্গে দেয় নদীর জড়তা
জানি না ফুরোবে কবে বৃথা প্রশ্নের হয়রানি
উত্তর আসবেনা, তুমি আসবেই আমি জানি।।

জানি না কোন গুণীর তানপুরে হল তানপুরা
জানি না শ্রীরাধিকার প্রিয় ছিল কিনা রাধাচূড়া
জানি না শ্যামের বাঁশি সাঁওতালি সুরে বাজে কিনা
জানি না কঠিরার পথ মথুরার হদিশ চিনিনা
জানি না ঝুলনে আজও হয় কিনা মিঠে কানাকানি
উত্তর আসবেনা তুমি আসবেই আমি জানি।।

জানিনা তথাগতর স্তব কেন দুনিয়া বোঝেনি
জানিনা জুডাস কেন ভালবেসে যিশুকে খোঁজেনি
জানিনা এ পৃথিবীর ঘাতকরা গান শোনে কিনা
জানিনা লালন শুনে ভাসে কেন বুকের আঙিনা
জানিনা বিচার হলে কেন গান হয়না শুনানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।।

জানিনা তিতুমিরের নাম কেন ব্যরিকেডে নেই
জানিনা রামপ্রসাদ কেন ফেরে ঘনিয়ে আসছেই
জানিনা সুমন তুমি কেন কৃষিকাজ যে জাননা
জানিনা মানব জমি আবাদে ফলত কিনা সোনা
জানিনা কাঁদায় কেন সহজ সুরে শয়তানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।।

জানিনা বয়স হলে কেন প্রেমে এত পাক ধরে
জানিনা হৃদয় কেন রাত জেগে পায়চারি করে
জানিনা কোন কথার কোনখানে কোন মানে হয়
জানিনা সমানে কেন মনে হয় হয়নি সময়
জানিনা গিটার কেন আমার প্রেমের রাজধানী
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।।



Credits
Writer(s): Brock Patrick Walsh, Ivan Guimares Lins
Lyrics powered by www.musixmatch.com

Link