Konna Dighir Jole

আজি কলমটা থেমে গেছে
মন ভারি মন্দ,
রংহীন কালি তাই
নেই কবিতার ছন্দ!
নেই সত্যের বিলাসিতা
মিথ্যার দন্দে,
জালিমেরা লুফে নিছে
ক্ষমতার দন্ডে!
আজি নেই কোথা মানবতা
হিংস্রতা ভরপুর,
বিবেক হয়েছে লোপাট
মনুষত্ব্য ভঙ্গুর!
নেই কোথা মায়া প্রেম
স্বার্থের বারণে,
স্বজনেরা কলুষিত
অর্থের কারণে!
আজি নেই আর অতিতের
নির্ভার সেই যুগ,
আছে গুটি ভালো কিছু
বাকি সবে উজবুক!!!



Credits
Writer(s): Bari Siddiqui, Delowar Arjuda Sharaf
Lyrics powered by www.musixmatch.com

Link