Bidroho

যুদ্ধ নাকি থেমেছে
আরো বহুদিন আগে
এই কথার চেয়ে বড় রসিকতা আর কি হতে পারে?
তুমি আমি আমাদের গণতন্ত্র ধর্ষিত
রাজারা ব্যস্ত চড় দখলে
হই আমরা নিহত

একি তোমার আমার মাটি?
নাকি হায়েনার ঘাঁটি?
শকুনেরা খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে
আমাদের স্বদেশভূমি

চাই আবার বিদ্রোহ!
চাই আবার একাত্তর!
চাই আবার জাগরণ!
চাই বাংলার নতুন ভোর!

ধর্ষকেরা বসে আছে সোনার সিংহাসনে
লড়ছ তোমরা তাদের হয়ে নিজেদের বিকিয়ে
ক্ষমতার লোভে বিক্রি হচ্ছ তুমি আহা কি অদ্ভুত
তোমাকে জানাই আমার মদ্ধাঙ্গুলির স্যালুট

শোন বিরঙ্গনা কাঁদে
রাজপথে-ফুটপাথে
দেবেকি তাদের মূল্য তুমি?
নাকি লুকাবে আড়ালে?

চাই আবার বিদ্রোহ!
চাই আবার একাত্তর!
চাই আবার জাগরণ!
চাই বাংলার নতুন ভোর!

সবশেষে এক কথা বলি
তুমি দিওনা দেশকে গালি
দেশ থাকেনা মন্দ কভু
আমরাই দেশকে নষ্ট করি

চাই আবার বিদ্রোহ!
চাই আবার একাত্তর!
চাই আবার জাগরণ!
চাই বাংলার নতুন ভোর!



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link