Bol Ma Shyama Bol

বল, মা শ্যামা, বল
তোর বিগ্রহ কি মায়া জানে?
আমি যতই দেখি, ততই কাঁদি
ওই রূপ দেখি, মা, সকলখানে
তোর বিগ্রহ কি মায়া জানে?
বল, মা শ্যামা, বল

মাতৃহারা শিশু যেমন মায়ের ছবি দেখে
চোখ ফিরাতে না'রে, মাগো, কাঁদে বুকে রেখে
মাতৃহারা শিশু যেমন মায়ের ছবি দেখে
চোখ ফিরাতে না'রে, মাগো, কাঁদে বুকে রেখে
তোর মূর্তি মোরে তেমনি করে টানে, মাগো, মরণ টানে
তোর বিগ্রহ কি মায়া জানে?

বল, মা শ্যামা, বল

ও মা, রাত্রে নিত্যই ঘুমের ঘোরে দেখি বুকের কাছে
যেন প্রতিমা তোর মায়ের মতো জড়িয়ে মোরে আছে
ও মা, রাত্রে নিত্যই ঘুমের ঘোরে দেখি বুকের কাছে
যেন প্রতিমা তোর মায়ের মতো জড়িয়ে মোরে আছে

জেগে উঠে আঁধার ঘরে কাঁদি যবে মা তোরই তরে
জেগে উঠে আঁধার ঘরে কাঁদি যবে মা তোরই তরে
দেখি প্রতিমা তোর কাঁদছে যেন চেয়ে চেয়ে আমার পানে
তোর বিগ্রহ কি মায়া জানে?

আমি যতই দেখি, ততই কাঁদি
ওই রূপ দেখি, মা, সকলখানে
তোর বিগ্রহ কি মায়া জানে
বল, মা শ্যামা, বল



Credits
Writer(s): Kazi Nazrul Islam, Ramanuj Dasgupta, Kalyani Kazi
Lyrics powered by www.musixmatch.com

Link