Prasna (Shishu)

প্রশ্ন

মা গো, আমায় ছুটি দিতে বল
সকাল থেকে পড়েছি যে মেলা
এখন আমি তোমার ঘরে ব'সে
করব শুধু পড়া-পড়া খেলা
তুমি বলছ দুপুর এখন সবে
নাহয় যেন সত্যি হল তাই
একদিনও কি দুপুরবেলা হলে
বিকেল হল মনে করতে নাই?
আমি তো বেশ ভাবতে পারি মনে
সুয্যি ডুবে গেছে মাঠের শেষে
বাগদি-বুড়ি চুবড়ি ভরে নিয়ে
শাক তুলেছে পুকুর-ধারে এসে
আঁধার হল মাদার-গাছের তলা
কালি হয়ে এল দিঘির জল
হাটের থেকে সবাই এল ফিরে
মাঠের থেকে এল চাষির দল
মনে কর না উঠল সাঁঝের তারা
মনে কর না সন্ধে হল যেন
রাতের বেলা দুপুর যদি হয়
দুপুর বেলা রাত হবে না কেন?



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link