Miti Miti Tarara

মিটিমিটি তারারা নীল নীল আকাশে
ঝরঝর ঝরনা ঝেরে ঝেরে বাতাসে
মোর মন কাঁদে যে তার কারণে
মোর মন কাঁদে যে তার কারণে

মিটিমিটি তারারা নীল নীল আকাশে
ঝরঝর ঝরনা ঝেরে ঝেরে বাতাসে
মোর মন কাঁদে যে তার কারণে
মোর মন কাঁদে যে তার কারণে

হায়, আমি কত না দিন, কত রজনি যে
তাহারই মাঝারে খুঁজি নিজে
কী করে কহিব সজনি যে, কত রজনি যে
হায়, আমি কত না দিন কত রজনি যে
তাহারই মাঝারে খুঁজি নিজে
কী করে কহিব সজনি যে, কত রজনি যে
যদি ঘুমে মগন, সে যে হয়ে স্বপন
আসে আমার নয়নে অকারণে

মনে মনে ভাবি যে সাত-পাঁচ ভাবনা
হায় রে, জানি না পাবো কি না পাবো না
মোর মন তবু যে তার কারণে
ঝরঝর কাঁদে যে তার কারণে

হায়, যদি কখনো আসে সে মোর দ্বারে
করুণ রাগিনী তারে তারে
বাজে যদি গো তার সেতারে, যদি তারে তারে
হায়, যদি কখনো আসে সে মোর দ্বারে
করুণ রাগিনী তারে তারে
বাজে যদি গো তার সেতারে, যদি তারে তারে
আমি ভুলে যাবো, পাবো কি না পাবো
শুধু হবো যে মগন অকারণে

বারেবারে এমনি হারজিত খেলাতে
কে কারে হারাবো জীবন মেলাতে
মোর মন তবু যে তার কারণে
ঝরঝর কাঁদে যে তার কারণে

মিটিমিটি তারারা নীল নীল আকাশে
ঝরঝর ঝরনা ঝেরে ঝেরে বাতাসে
মোর মন কাঁদে যে তার কারণে
মোর মন কাঁদে যে তার কারণে
হায়, মোর মন কাঁদে যে তার কারণে
মোর মন কাঁদে যে তার কারণে



Credits
Writer(s): Salil Choudhury
Lyrics powered by www.musixmatch.com

Link