Tomar Naamay Eki Nesha

তোমার নামে এ কী নেশা, হে প্রিয় হজরত
তোমার নামে এ কী নেশা, হে প্রিয় হজরত
যত চাহি, তত কাঁদি
যত চাহি, তত কাঁদি, মেটে না হসরত
আমার মেটে না হসরত
তোমার নামে এ কী নেশা, হে প্রিয় হজরত

কোথায় আরব, কোথায় এ হিন্দ
নয়নে মোর নাই তবু নিন্দ
কোথায় আরব, কোথায় এ হিন্দ
নয়নে মোর নাই তবু নিন্দ
প্রাণে শুধু জাগে তোমার মদিনার ঐ পথ
হজরত, মদিনার ঐ পথ

তোমার নামে এ কী নেশা, হে প্রিয় হজরত

কে বলে তুমি গেছ চলে হাজার বছর আগে
আছ লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে
কে বলে তুমি গেছ চলে হাজার বছর আগে
আছ লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে

মোর অন্তরের হেরা গুহায়
আজও তোমার ডাক শোনা যায়
মোর অন্তরের হেরা গুহায়
আজও তোমার ডাক শোনা যায়
জাগে আমার মনের কাবা ঘরে তোমারি সুরত
হজরত, তোমারি সুরত

তোমার নামে এ কী নেশা, হে প্রিয় হজরত
তোমার নামে এ কী নেশা, হে প্রিয় হজরত

যারা দোজখ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে
দোজখ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে
আমার এ প্রেম দেখে তারা কেউ কাঁদে, কেউ হাসে
যারা দোজখ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে
আমার এ প্রেম দেখে তারা কেউ কাঁদে কেউ হাসে

তুমি জানো, হে মোর স্বামী, শাফায়াৎ চাহি না আমি
তুমি জানো, হে মোর স্বামী, শাফায়াৎ চাহি না আমি
আমি শুধু তোমায় চাহি, তোমার মোহাব্বত
হজরত, তোমার মোহাব্বত

তোমার নামে এ কী নেশা, হে প্রিয় হজরত
তোমার নামে এ কী নেশা, হে প্রিয় হজরত
যত চাহি, তত কাঁদি
যত চাহি, তত কাঁদি, মেটে না হসরত
আমার মেটে না হসরত
তোমার নামে এ কী নেশা, হে প্রিয় হজরত
তোমার নামে এ কী নেশা, হে প্রিয় হজরত



Credits
Writer(s): Samia Mahbub Ahmad
Lyrics powered by www.musixmatch.com

Link