Ek Mutho Swapno

সুমন
এক মুঠো সপনো চেয়ে
হাত বাড়িয়ে ছিলাম
জীবন ছিল বড়ো বেরং
সুধু হারিয়ে ছিলাম
আলোর দিসা হয়ে
তুমি এলে আমি
বদলে গেলাম

কতো রাত জাগা
কতো দিন গোনা
সেই নতুন ভোরের আশাই
সুর সেধেছি
গান বেধেছি
আজ এলে তুমি তাই
আজ এলে তুমি তাই
আজ এলে তুমি তাই
এক মুঠো সপনো চেয়ে
হাত বাড়িয়ে ছিলাম
জীবন ছিল বড়ো বেরং
সুধু হারিয়ে ছিলাম

(***মিউজিক***)

জানিয়ে আসামায়ে
ঘিরে ছে সনসই
তবু আশাই
বাঁচে পিরান
ও হো হো হো
ইছছেরা হতো জদি
আজ কে পাহাড়ি নদী
বনধু তোমাই
ভাসাতাম
কতো রাত জাগা
কতো দিন গোনা
সেই নতুন ভোরের আশাই
সুর সেধেছি
গান বেধেছি
আজ এলে তুমি তাই
আজ এলে তুমি তাই
আজ এলে তুমি তাই

(***মিউজিক***)

এমোন করে নিজেকে
কখোনো বুঝিনি জে
ধরেছি বাজি
তাই আবার
ও হো হো হো ও
পারবোনা আর কখোনো
এই কথা সততি জেনো
তোমার কাছেই আঞিকার
কতো রাত জাগা
কতো দিন গোনা
সেই নতুন ভোরের আশাই
সুর সেধেছি
গান বেধেছি
আজ এলে তুমি তাই
আজ এলে তুমি তাই
আজ এলে তুমি তাই
এক মুঠো সপনো চেয়ে
হাত বাড়িয়ে ছিলাম
জীবন ছিল বড়ো বেরং
সুধু হারিয়ে ছিলাম
আলোর দিসা হয়ে
তুমি এলে আমি
বদলে গেলাম



Credits
Writer(s): Chandrani Ganguly, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link