Lal Mati, Sobuj Tila

লাল মাটি, সবুজ টিলা
সোহাগী সে রঙ্গিলা
হেলেদুলে নেচে নেচে চলা
ও লাল মাটি, সবুজ টিলা
সোহাগী সে রঙ্গিলা
হেলেদুলে নেচে নেচে চলা

দিনে-রাতে তার সাথে
মাটি পাথর মনসা কাঁটার
ঝপ ঝপ ঝপ ঝপর ঝপর
যেন শুধু খেলা, খেলা, খেলা, খেলা, খেলা
তার হেলেদুলে, হেলেদুলে চলা

ও লাল মাটি, সবুজ টিলা
সোহাগী সে রঙ্গিলা
হেলেদুলে নেচে নেচে চলা

নদীর নাম সুবর্ণরেখা
স্বর্ণ সেথায় যায় না দেখা
নদীর নাম সুবর্ণরেখা
স্বর্ণ সেথায় যায় না দেখা
পরব দিনে তার পাড়ে
লোকে কত রঙ্গ করে
দুই পারে টুসুর ঘরে
টুসুর কথাই বলা
টুসুর কথাই বলা

ও লাল মাটি, সবুজ টিলা
সোহাগী সে রঙ্গিলা
হেলেদুলে নেচে নেচে চলা

ভাদুর সময় আসলো যখন
তখন নদীর ভরা যৌবন
ভাদুর সময় আসলো যখন
তখন নদীর ভরা যৌবন
শাল মহুয়া রাঙা-পলাশ
রোদে পোড়া সোনালী ঘাস
অঙ্গ ভরে অলংকারে
নদী উতলা, নদী উতলা

ও লাল মাটি, সবুজ টিলা
সোহাগী সে রঙ্গিলা
হেলেদুলে নেচে নেচে চলা

দিনে-রাতে তার সাথে
মাটি পাথর মনসা কাঁটার
ঝপ ঝপ ঝপ ঝপর ঝপর
যেন শুধু খেলা, খেলা, খেলা, খেলা, খেলা
তার হেলেদুলে, হেলেদুলে চলা
তার হেলেদুলে, হেলেদুলে চলা
তার হেলেদুলে, হেলেদুলে চলা
তার হেলেদুলে, হেলেদুলে চলা



Credits
Writer(s): Mintu Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link