Tumi Sujon Kandari

তুমি সুজন কান্ডারী নৌকার
সুজন কান্ডারী নৌকার, সাবধানে চালাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও

তুমি সুজন কান্ডারী নৌকার
সুজন কান্ডারী নৌকার, সাবধানে চালাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও

বাইছা বাইছা পাইক তুলিয়া নাওখানি সাজাও
ঝোঁক বুঝিয়া ছাড়ো নৌকা সুযোগ যদি পাও

বাইছা বাইছা পাইক তুলিয়া নাওখানি সাজাও
ঝোঁক বুঝিয়া ছাড়ো নৌকা সুযোগ যদি পাও

তুমি সুজন কান্ডারী নৌকার
সুজন কান্ডারী নৌকার, সাবধানে চালাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও

অনুরাগের বৈঠা বাইয়া প্রেমের সারি গাও
রঙ্গিলা বন্ধুর দেশে যাইতে যদি চাও

অনুরাগের বৈঠা বাইয়া প্রেমের সারি গাও
রঙ্গিলা বন্ধুর দেশে যাইতে যদি চাও

তুমি সুজন কান্ডারী নৌকার
সুজন কান্ডারী নৌকার, সাবধানে চালাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও

বাউল আব্দুল করিম বলে বুইঝা নাওয়ের বাও
লক্ষ্য ঠিক রাখিয়া ছাড়ো যাইতে সোনার গাঁও

বাউল আব্দুল করিম বলে বুইঝা নাওয়ের বাও
লক্ষ্য ঠিক রাখিয়া ছাড়ো যাইতে সোনার গাঁও

তুমি সুজন কান্ডারী নৌকার
সুজন কান্ডারী নৌকার, সাবধানে চালাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও

তুমি সুজন কান্ডারী নৌকার
সুজন কান্ডারী নৌকার, সাবধানে চালাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও

মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link