Jhiri Jhiri

ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দু'টি চোখের সীমানায়
চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায়
মন হারানোর এ সময় পাখা মেলে না জানি যাবো কোথায়

তে-রে রা-রা রু-রু, মন উড়ু উড়ু
প্রেম হলো শুরু মনে হয়
তে-রে রা-রা রু-রু, মন উড়ু উড়ু
প্রেম হলো শুরু মনে হয়
ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দু'টি চোখের সীমানায়

একলা ঘরে মনে পড়ে পথে প্রথম দেখার ছবি যে
ভয় জড়ানো শিহরণে লিখি প্রেমের চিঠি যে
একলা ঘরে মনে পড়ে পথে প্রথম দেখার ছবি যে
ভয় জড়ানো শিহরণে লিখি প্রেমের চিঠি যে
হাত বাড়ানোর এ সময় পাখা মেলে না জানি যাবো কোথায়

তে-রে রা-রা রু-রু, মন উড়ু উড়ু
প্রেম হলো শুরু মনে হয়
তে-রে রা-রা রু-রু, মন উড়ু উড়ু
প্রেম হলো শুরু মনে হয়
ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দু'টি চোখের সীমানায়

একলা রাতে ভেসে আসে মনে হাজার আশা-কল্পনা
একটু ছোঁয়ার নীল ইশারায় জাগে যে সুখ অল্প না
একলা রাতে ভেসে আসে মনে হাজার আশা-কল্পনা
একটু ছোঁয়ার নীল ইশারায় জাগে যে সুখ অল্প না
ঘুম হারানোর এ সময় পাখা মেলে না জানি যাবো কোথায়

তে-রে রা-রা রু-রু, মন উড়ু উড়ু
প্রেম হলো শুরু মনে হয়
তে-রে রা-রা রু-রু, মন উড়ু উড়ু
প্রেম হলো শুরু মনে হয়

ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দু'টি চোখের সীমানায়
চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায়
মন হারানোর এ সময় পাখা মেলে না জানি যাবো কোথায়

তে-রে রা-রা রু-রু, মন উড়ু উড়ু
প্রেম হলো শুরু মনে হয়
তে-রে রা-রা রু-রু, মন উড়ু উড়ু
প্রেম হলো শুরু মনে হয়



Credits
Writer(s): Priyo Chattopadhyay, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link