Tomar Sange Dekha Na Hole

তোমার সংগে দেখা না হলে

তোমার সংগে দেখা না হলে
ভালবাসার দেশটা আমার দেখা হত না
তুমি না হাত বাড়িয়ে দিলে
অমন একটা পথে চলা আর শেখা হত না।।

বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা
বুঝি নি আমি যতদিন ছিলাম একেলা
তুমি ফাগুন এনে না দিলে
সেই পাখীটার গাওয়া হত না।।

ধুধু এক মরু যেন নদী হয়েছে
ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে

দিন রাত চোখেই গেছে মনে ধরেনি
কোনো কিছু দিয়েই মনের পাতা ভরে নি
তুমি আখর না চেনালে
আজও কিছু লেখা হতো না।।



Credits
Writer(s): Jatileswar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link