Tui Heshe Uthlei

তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়
আলোর মুকুটখানা তোকেই পরাতে চায়
তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়
আলোর মুকুটখানা তোকেই পরাতে চায়
তুই হাততালি দিলে জাকির হোসেন
তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন

তুই নেচে উঠলেই ছন্দের ছুটি
ছান্দসিকেরা হাল ছাড়ে মোটামুটি
তুই গেয়ে উঠলেই ভেঙে খানখান
কপট-ভণ্ড যত পরিচিত গান
তুই কথা বললেই সন্ধি-সমাস
ব্যাকরণ থেকে ছুটি চায় তিন মাস

তোর মুখ ভার হলে বিষাদজনিত
কারণে নিশানগুলো অর্ধনমিত
তোর মুখ ভার হয়ে বিষাদজনিত
কারণে নিশানগুলো অর্ধনমিত
পরে ফের তুই ফিক করে হেসে দিলে
নিশানের হাততালি আকাশের নীলে

তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়
আলোর মুকুটখানা তোকেই পরাতে চায়
তুই হাততালি দিলে জাকির হোসেন
তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link