Sesh Picasso

শেষ পিকাসো, শেষ পিকাসো বা যামিনী রায়ের শেষ ছবিটা
কোথায় রয়েছে, কোথায় রয়েছে কার জিম্মায় তা জানা হয় নি
জানি না কিছু
জানি শুধু এ জীবনে বেশি দেখা হবে না
কিছু আফসোস হয় তবু দুচোখ ভরে আমি দেখছি তোমায়
তুমি তুমি তুমি তোমাকে দেখার ছবি এই
জীবনের সেরা ছবি আমাদের চোখে থাকবে
আমাদের জগত, আমাদের জগত সকলেরই ইতিহাস
তোমার নয়নে খুঁজি সব মানুষের উচ্ছাস .

শেষ কবিতা, শেষ কবিতা কোন মহাকবির কোথায় লুকোনো
শেষ রচনা, শেষ রচনা কোন সুরকার কাকে বেচে দিয়েছেন
জানি না কিছু
জানি শুধু এ জীবনে বেশি শোনা হবে না
কিছু আফসোস হয় তবু জীবন ভরে আমি শুনব তোমায়
তুমি তুমি তুমি তোমার কবিতা গানে
জীবনের সেরা গান আমাদের বুকে থাকবে
আমাদের জগত, আমাদের জগত সকলেরই ইতিহাস
তোমার কন্ঠে যেন ধরা দেয় সবার আকাশ

সাত সমুদ্দুর, সাত সমুদ্দুর তের নদী আমি নাইবা পেরোলাম
কত দুরত্ব, কত দুরত্ব কতকিছুই তো পেরোনো হয় নি
জানি শুধু এই, জানি শুধু এই তোমার হাত দুটো ধরতে পেরেছি
এই দুরত্ব টুকু পেরিয়ে ভরসা পাই আরো চলার
তুমি তুমি তুমি আমাদের চলাচলে
আরো হাত ধরে নেব আরো মুখ কাছে থাকবে
আমাদের জগত, আমদের জগত সকলেরই ইতিহাস
আমাদের পথে যেন আলো দেয় সবার আকাশ



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link