Dash Phoot Bai Dash Phoot

তক্তোপোষ বা মেঝেতে বিছানা, দড়িতে লুঙ্গি-শাড়ি তিনখানা
তারই একপাশে পড়ে আধখানা বেওয়ারিশ বাসি বিস্কুট
দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা
যদিও বাসার আসল ঠিকানা দশ ফুট by দশ ফুট

জনা চারেকের বাসা এই ঘরে, পাঁচ জন হবে কিছুদিন পরে
ঘেঁষাঘেঁষি আর ঠাসাঠাসি করে গায়ে গায়ে শুধু কুটকুট
দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা
যদিও বাসার আসল ঠিকানা দশ ফুট by দশ ফুট

খাওয়া বসা ঘুম একই জায়গায়, ছেলে মেয়ে দেখে আধো তন্দ্রায়
বয়স্ক দুই দেহ মিলে যায় আঁধার ঘনালে ঘুটঘুট
দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা
যদিও বাসার আসল ঠিকানা দশ ফুট by দশ ফুট

রান্নাঘরটা খোঁড়া অজুহাত, ঘরণী সেখানে চড়িয়েছে ভাত
আরশোলাদের খুলেছে বরাত, রাতে ইঁদুরের খুটখুট
দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা
যদিও বাসার আসল ঠিকানা দশ ফুট by দশ ফুট

ছেলে বড় হয়ে বেকারীর গ্লানি, মেয়ে করে প্রেম বৃথা হয়রানি
ছেলে বড় হয়ে বেকারীর গ্লানি, মেয়ে করে প্রেম বৃথা হয়রানি
প্রেমিকের আছে টো টো কোম্পানি, শনিবার তারা দেয় ছুট
ছুটবে কোথায় প্রেম তালকানা, গোপনীয়তার নেই মালিকানা
এই প্রেমিকেরও আসল ঠিকানা দশ ফুট by দশ ফুট



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link