Tomar Chokher Jale

তোমার চোখে জলে যদি নদী না হতো
ও মেঘ, বৃষ্টি কোথায় পেতে?
তোমার ঠোঁটের রঙে যদি লাল না হতো
ও পলাশ, রং কোথায় পেতে?

ওই মনের রঙে রাঙিয়ে সাজে বসন্ত বাহার
সাতরঙা ওই প্রজাপতি তাও মেনেছে হার
তোমার চন্দ্রমুখের হাসি যদি আলো না দিতো
চন্দ্রমুখী কোথায় পেতে?

তোমার চোখে জলে যদি নদী না হতো
ও মেঘ, বৃষ্টি কোথায় পেতে?

তোমার কালো কেশের ঘনঘটায় বৈশাখী মেঘ দোলে
ওই আঁচলের বাহার দেখে রামধনু রং ভোলে
ওই রূপের ঝলক যদি, ওগো, চুরি না হতো
ও চাঁদ, জোছনা কোথায় পেতে?

তোমার চোখে জলে যদি নদী না হতো
ও মেঘ, বৃষ্টি কোথায় পেতে?
তোমার ঠোঁটের রঙে যদি লাল না হতো
ও পলাশ, রং কোথায় পেতে?

তোমার চোখে জলে যদি নদী না হতো
ও মেঘ, বৃষ্টি কোথায় পেতে?
ও মেঘ, বৃষ্টি কোথায় পেতে?
ও মেঘ, বৃষ্টি কোথায় পেতে?



Credits
Writer(s): Nachiketa Ghosh, Indrani Bhattacherjee
Lyrics powered by www.musixmatch.com

Link