Shudhu Jaowa Asha Shudhu Srote Bhasha

Only going and coming grifting along currents
Only light and darkness, tears-laughter
Only seeing you
Only touching you
Only grifting a far with tearful longing
Towards special aments
Leaving behind lost hopes

With endless expectations, towards bettered mind tirelessly work
Only to find a shattered outcome

In a broken boat floating on life solution
Thoughts struggle to finding expression on a broken tab
In the flitting encounter of hearts
Introductions remain incomplete
Conversation remain unspoken
In shyness, fear and reputation
Is snatched just half to trust
And half I loved

শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা
শুধু যাওয়া

শুধু আলো-আঁধারে
শুধু আলো-আঁধারে
কাঁদা-হাসা

শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা
শুধু যাওয়া

শুধু দেখা পাওয়া
শুধু ছুঁয়ে যাওয়া
শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া

শুধু দেখা পাওয়া
শুধু ছুঁয়ে যাওয়া
শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া

শুধু নব দুরাশায়
আগে চলে যায়
নব নব দুরাশায়
আগে চলে যায়
পিছে ফেলে যায়
মিছে আশা

শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা
শুধু যাওয়া

অশেষ বাসনা লয়ে ভাঙা বল
প্রাণপণ কাজে পায় ভাঙা ফল
ভাঙা তরী ধরে ভাসে পারাবারে
ভাঙা তরী ধরে ভাসে পারাবারে
ভাব কেঁদে মরে ভাঙা ভাষা

হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়
আধখানি কথা সাঙ্গ নাহি হয়
লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
শুধু আধখানি ভালোবাসা

শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা
শুধু যাওয়া

শুধু আলো-আঁধারে
শুধু আলো-আঁধারে
কাঁদা-হাসা

শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা
শুধু যাওয়া



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link