Chhokra Chand, Joan Chand

যে শ্রমিকেরা
সারারাত খোলা আকাশের নিচে কাজ করছে
আকাশের চাঁদ, তাদের কাছে ইয়ার দোস্তের মতো
কাজ করতে করতে তারা, চাঁদের সঙ্গে নানা
সুখ- দুঃখের কথা বলছে
তার মধ্যে তারা কি প্রশ্ন করছে!

যে প্রশ্নের থেকে সহজ প্রশ্ন আর হয় না, আর যে প্রশ্নের উত্তর আজও মেলেনি
কি সেই প্রশ্ন?
জানা যাবে আফ্রিকার এই লোক-কবিতায়
এই লোক কবিতার প্রথম পঙক্তি হচ্ছে
ছোকড়া চাঁদ, চাঁদ, জোয়ান চাঁদ হেএহ

ছোকড়া চাঁদ, ও জোয়ান চাঁদ!
হেই ছোকড়া চাঁদ, ও জোয়ান চাঁদ!
হেই ছোকড়া চাঁদ, ও জোয়ান চাঁদ

খবর শোনাও, একটা খবর শোনাও
একটা ছোট্ট খবর তো শোনাও ভাই
শোনাও ভাই, শোনাও ভাই

ছোকড়া চাঁদ, ও জোয়ান চাঁদ!
হেই ছোকড়া চাঁদ, ও জোয়ান চাঁদ!
হেই ছোকড়া চাঁদ, ও জোয়ান চাঁদ

যখন সূর্য উঠবে, ভোরের আলো ফুটবে
তোমায় সেই খবরটা বলতে হবে

সূর্য উঠবে, ভোরের আলো ফুটবে
তোমায় সেই খবরটা বলতে হবে

কি জানতে চাই
আহা ব্যস্ত কেন? এখনি তা বলছি শোনো

কি জানতে চাই?
ব্যস্ত কেন! এখনি তা বলছি শোনো

সূর্য উঠবে যবে কানে কানে বলে যাবে
কেমন করে কিছু খেতে পাই
কিছু খেতে পাই, কিছু খেতে পাই
হেহ হেই
ছোকড়া চাঁদ, ও জোয়ান চাঁদ!
হেই ছোকড়া চাঁদ, ও জোয়ান চাঁদ!
হেই ছোকড়া চাঁদ, ও জোয়ান চাঁদ

খবর শোনাও, একটা খবর শোনাও
একটা ছোট্ট খবর তো শোনাও ভাই
শোনাও ভাই, শোনাও ভাই

ছোকড়া চাঁদ, ও জোয়ান চাঁদ!
হেই ছোকড়া চাঁদ, ও জোয়ান চাঁদ!
হেই ছোকড়া চাঁদ, ও জোয়ান চাঁদ



Credits
Writer(s): Pratul Mukhopadhyay, Birendra Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link