Amar Anandini Uma

আমার আনন্দিনী উমা আজও
এলো না তার মায়ের কাছে
আনন্দিনী উমা আজও
এলো না তার মায়ের কাছে

হে গিরিরাজ, দেখে এসো
কৈলাসে মা কেমন আছে

আনন্দিনী উমা আজও...

মোর মা যে প্রতি আশ্বিন মাসে
"মা, মা" বলে ছুটে আসে
মা যে প্রতি আশ্বিন মাসে
"মা, মা" বলে ছুটে আসে

মা আসেনি বলে আজও
ফুল ফোটেনি লতায়-গাছে

আনন্দিনী উমা আজও...

তত্ত্ব-তলাশ নিইনি মায়ের
তাই বুঝি মা অভিমানে
না এসে তার মায়ের কোলে
ফিরিছে শ্মশান-মশানে

তত্ত্ব-তলাশ নিইনি মায়ের
তাই বুঝি মা অভিমানে
না এসে তার মায়ের কোলে
ফিরিছে শ্মশান-মশানে

ক্ষীর, নবনী লয়ে থালায়
কেঁদে ডাকি "আয়, উমা আয়"
ক্ষীর, নবনী লয়ে থালায়
কেঁদে ডাকি "আয়, উমা আয়"

যে কন্যারে চায় ত্রিভুবন
তাঁকে ছেড়ে মা কি বাঁচে?

আনন্দিনী উমা আজও
এলো না তার মায়ের কাছে
আনন্দিনী উমা আজও...



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link