Abar Jodi Ichha Karo

বিরল তোমার ভবনখানি
পুষ্পকাননমাঝে
হে কল্যাণী নিত্য আছ
আপন গৃহকাজে
বাইরে তোমার আম্রশাখে
স্নিগ্ধরবে কোকিল ডাকে
ঘরে শিশুর কলধ্বনি
আকুল হর্ষভরে
সর্বশেষের গানটি আমার
আছে তোমার তরে

প্রভাত আসে তোমার দ্বারে
পূজার সাজি ভরি
সন্ধ্যা আসে সন্ধ্যারতির
বরণডালা ধরি
সদা তোমার ঘরের মাঝে
নীরব একটি শঙ্খ বাজে
কাঁকন-দুটির মঙ্গলগীত
উঠে মধুর স্বরে
সর্বশেষের গানটি আমার
আছে তোমার তরে

আমার জীবনপত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান
আমার জীবনপত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান
তুমি জান নাই, তুমি জান নাই
তুমি জান নাই তার মূল্যের পরিমাণ
জীবনপত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান

রজনীগন্ধা অগোচরে
যেমন রজনী স্বপনে ভরে সৌরভে
তুমি জান নাই, তুমি জান নাই
তুমি জান নাই, মরমে আমার ঢেলেছ তোমার গান

আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান

বিদায় নেবার সময় এবার হল
প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো
বিদায় নেবার সময় এবার হল
প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো
মধুর মরণে পূর্ণ করিয়া সঁপিয়া যাব প্রাণ চরণে
যারে জান নাই, যারে জান নাই, যারে জান নাই
তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান

আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান
আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link