Eakti Sakale

একটি সকালে দেখবো নতুন সূর্যের রং
একটি সকালে কথা হবে শুধু হাওয়ার সাথে
একটি সকালের শুনবো পাখির সুর বাহার
একটি সকালে ভেসে যাবো দূরে ডিঙ্গি নৌকাতে
একটি সকালে ভাববো শুধুই মানুষের কথা
একটি সকালে চেঁচিয়ে বলবো, "সবুজের জয়"
একটি সকালে বলবো, "তোমরা কেনো অবুঝ?"
একটি সকলে ফরমান দেবো, "যুদ্ধ নয়"

একটি সকালে মক্কা-মদিনা, তাজমহল
একটি সকালে হিমালয় থেকে মহাসাগর
একটি সকালে কাশি-তিরুপতি-জেরুজালেম
একটি সকালে এক করে দেবো গ্রাম-শহর
একটি সকালে শুধু তুমি-আমি হবো মুখোমুখি
একটি সকালে ভেঙে দেবো ভুল অহংকার
একটি সকালে ছুঁড়ে ফেলে দেবো ছদ্মবেশ
একটি সকালে পৃথিবী গড়ার অঙ্গীকার
একটি সকালে পৃথিবী গড়ার অঙ্গীকার



Credits
Writer(s): Chanda Chattapadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link