Ogo Kangal Amarey

কাঙাল, আমারে কাঙাল করেছ
আরো কী তোমার চাই
ওগো ভিখারি, আমার ভিখারি
চলেছ কী কাতর গান গাই
ওগো কাঙাল

প্রতিদিন প্রাতে নব নব ধনে
তুষিব তোমারে সাধ ছিল মনে
প্রতিদিন প্রাতে নব নব ধনে
তুষিব তোমারে সাধ ছিল মনে
ভিখারি, আমার ভিখারি
হায় পলকে সকলই সঁপেছি চরণে
আর তো কিছুই নাই

ওগো কাঙাল

আমি আমার বুকের আঁচল ঘেরিয়া
তোমারে পরানু বাস
আমি আমার ভুবন শূন্য করেছি
তোমার পুরাতে আশ

মম প্রাণ মন যৌবন নব
করপুটতলে পড়ে আছে তব
মম প্রাণ মন যৌবন নব
করপুটতলে পড়ে আছে তব
ভিখারি, আমার ভিখারি
হায়, আরো যদি চাও মোরে কিছু দাও
ফিরে আমি দিব তাই

ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ
আরো কী তোমার চাই
ওগো ভিখারি, আমার ভিখারি
চলেছ কী কাতর গান গাই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link