O Ke Udashi

ও কে উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়
ডাকে করুণ সুরে, "আয়, আয়"
করুণ সুরে, "আয়, আয়"
উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়

ও সে বাঁধনহারা বাহির বিলাসী
বাঁধনহারা বাহির বিলাসী

বাঁধনহারা বাহির বিলাসী
গৃহীরে করে সে পরবাসী
সে রস যমুনায় উজান বহায়
সে রস যমুনায় উজান বহায়
রস যমুনায় উজান বহায়

মম মনের ব্রজে ও সে কিশোর রাখাল
যেন বাজায় বাঁশি শুনি অনাদিকাল
মম মনের ব্রজে ও সে কিশোর রাখাল
যেন বাজায় বাঁশি শুনি অনাদিকাল

তার সরল বাঁশির তার তরল তাল
তার সরল বাঁশির তার তরল তাল
অন্তরে গরল-সুধা মেশায়
অন্তরে গরল-সুধা মেশায়
অন্তরে গরল-সুধা মেশায়

উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়
ডাকে করুণ সুরে, "আয়, আয়"
উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link