Pathey Chhile Jetey

পথে চলে যেতে যেতে কোথা কোনখানে
তোমার পরশ আসে কখন কে জানে
কখন...
পথে চলে যেতে যেতে
পথে চলে যেতে যেতে

কী অচেনা কুসুমের গন্ধে
কী গোপন আপন আনন্দে
কোন পথিকের কোন গানে
তোমার পরশ আসে কখন কে জানে
কখন...

পথে চলে যেতে যেতে
পথে চলে যেতে যেতে

সহসা দারুণ দুখতাপে
সকল ভুবন যবে কাঁপে
ভুবন যবে কাঁপে

সকল পথের ঘোচে চিহ্ন
সকল বাঁধন যবে ছিন্ন
মৃত্যু-আঘাত লাগে প্রাণে
তোমার পরশ আসে কখন কে জানে
কখন...

পথে চলে যেতে যেতে
পথে চলে যেতে যেতে



Credits
Writer(s): Srabani Sen, Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link