Jeno Kichhu Mone Korona

যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে
কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে
যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে

কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে
কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে
চোখ দুটি ভরো না অভিমানী আঁখিজলে

যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে

ফাগুনকে আরও মনে পড়ে মেঘ এলে ফাগুনে
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে
ফাগুনকে আরও মনে পড়ে মেঘ এলে ফাগুনে
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে

তাই বলি দেখা পেলে ভেঙ্গে তুমি পড়ো না গো
স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো
তাই বলি দেখা পেলে ভেঙ্গে তুমি পড়ো না গো
স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো
সব কথা গঞ্জনা মানো শুধু খেলাছলে

যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে
কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে
যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে



Credits
Writer(s): Pulak Banerjee, Dilip Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link