Tomay gaan shonabo

কন্ঠঃ সাজ্জাদ কবির
অরিজিনাল গানঃ চন্দ্রবিন্দু
এ্যালবামঃ গাধা
ছেঁড়া ঘুড়ি রঙ্গিন বল এইটুকু সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেলবেলা
বাজে বকা রাত্রিদিন অ্যাস্টেরিক্স টিনটিন
এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়
সে হাসি উড়ে যেত গোধূলি মিছিলে
সবার অলক্ষ্যে তে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়... হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়

গল্পের মতো ইস্কুল বাড়ি
জমে ওঠা ক্ষত খেলবোনা আড়ি
সে খেলা কানাগলি রোজ চুপিসাড়ে
এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায় ... হাওয়ায় হাওয়ায়

বইমেলা গুলো গার্গী শ্রেয়সী
চেনা মুখগুলো পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজও পারেনি সে
হাওয়ায় হাওয়ায় ... হাওয়ায় হাওয়ায় ...

ছেঁড়া ছবি স্ফটিকজল এইটুকু সম্বল
বাদবাকি রোদ চলে যাওয়া বিকেলবেলা
একঘেয়ে ক্লান্তদিন ক্যামপোজ অ্যাসপিরিন
যানজটে দেরী হয়ে গেল এ কালবেলায়
মরা মাছের চোখ যায় জদ্দুরে
শুকানো জলছবি আজও রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায় ... হাওয়ায় হাওয়ায়
লিরিক্স এড বাই
কাজী মেহেদী হাসান সুজন



Credits
Writer(s): Robindronath Thakur
Lyrics powered by www.musixmatch.com

Link