Kato Katha Chhilo Bolibar

কত কথা ছিল বলিবার
বলা হল না
বুকে পাষাণসম রহিল
তারই বেদনা
তারই বেদনা
কত কথা ছিল বলিবার
বলা হল না

মনে রহিল মনেরই আশা
মনেরই আশা
মনেরই আশা
মনে রহিল মনেরই আশা
মিটিল না প্রাণের পিপাসা
বুকে শুকাল বুকেরই ভাষা
মুখে এল না
মুখে এল না

কত কথা ছিল বলিবার

এত চোখের জল এত গান
এত সোহাগ আর আদর অভিমান
কখন যে হল অবসান
বোঝা গেল না
বোঝা গেল না

ঝরিল কুসুম যদি হায়
ঝরিল, ঝরিল কুসুম যদি হায়
কেন স্মৃতির কাঁটা নাহি যায়
বুঝিল না কেহ কারও মন
বিধির ছলনা
বিধির ছলনা

কত কথা ছিল বলিবার
বলা হল না
বুকে পাষাণসম রহিল
তারই বেদনা
তারই বেদনা
কত কথা ছিল বলিবার
বলা হল না



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link