Shayane Gour Swapane Gour

শয়নে গৌর, স্বপনে গৌর
গৌর নয়নের তারা
শয়নে গৌর, স্বপনে গৌর
গৌর নয়নের তারা
জীবনে গৌর, মরণে গৌর
গৌর গলার হারা
জীবনে গৌর, মরণে গৌর
গৌর গলার হারা
শয়নে গৌর, স্বপনে গৌর
গৌর নয়নের তারা

হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়া
বিরলে বসিয়া রব
হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়া
বিরলে বসিয়া রব
হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়া
বিরলে বসিয়া রব
মনের সাধেতে সে চাঁদের রূপ
নয়নে নয়নে থোব

শয়নে গৌর, স্বপনে গৌর
গৌর নয়নের তারা

গৌর শব্দ, গৌর সম্পদ
সদা যাহার হিয়ে জাগে
গৌর শব্দ, গৌর সম্পদ
সদা যাহার হিয়ে জাগে
গৌর শব্দ, গৌর সম্পদ
সদা যাহার হিয়ে জাগে
নরহরি দাস তাহার চরণে
সতত শরণ মাগে

শয়নে গৌর, স্বপনে গৌর
গৌর নয়নের তারা
শয়নে গৌর, স্বপনে গৌর
গৌর নয়নের তারা



Credits
Writer(s): Amar Pal
Lyrics powered by www.musixmatch.com

Link