Mayaboti konna

আমার কাজলাগাঁয়ের এক মায়াবতী কন্যা
নাম ছিল তার মায়া
আমার কাজলাগাঁয়ের এক মায়াবতী কন্যা
নাম ছিল তার মায়া

নদীর ঘাটে আসতো
একলা একা হাসতো
জলের আয়নায় দেখে নিজের ছায়া

মায়া রে, ও মায়া রে
ভাসে এ অন্তরেও তোরই ছায়া রে
মায়া রে, ও মায়া রে
ভাসে এ অন্তরেও তোরই ছায়া রে

আমার কাজলাগাঁয়ের এক মায়াবতী কন্যা
নাম ছিল তার মায়া

নদীর ঘাটে আসতো
একলা একা হাসতো
জলের আয়নায় দেখে নিজের ছায়া

মায়া রে, ও মায়া রে
ভাসে এ অন্তরেও তোরই ছায়া রে
মায়া রে, ও মায়া রে
ভাসে এ অন্তরেও তোরই ছায়া রে

মায়ার ওই রূপ দেখার লাগি চন্দ্র নিশি জাগতো
নীল জোছনায় দেখে তারে কী যে ভালো লাগতো
মায়ার ওই রূপ দেখার লাগি চন্দ্র নিশি জাগতো
নীল জোছনায় দেখে তারে কী যে ভালো লাগতো

রূপের আলো ঝরতো
মনটা পাগল করতো
হাসিমাখা মুখে ছিল মায়া

মায়া রে, ও মায়া রে
ভাসে এ অন্তরেও তোরই ছায়া রে
মায়া রে, ও মায়া রে
ভাসে এ অন্তরেও তোরই ছায়া রে

মায়ার চুলের সুবাস বাগানে ফুল ফুটতো
তার মোহনায় মিশতে মনটা নদীর মতো ছুটতো
মায়ার চুলের সুবাস বাগানে ফুল ফুটতো
তার মোহনায় মিশতে মনটা নদীর মতো ছুটতো

আমায় কাছে ডাকতো
পাশেই বসে থাকতো
মায়া ছিল আমার প্রাণের প্রিয়া

মায়া রে, ও মায়া রে
ভাসে এ অন্তরেও তোরই ছায়া রে
মায়া রে, ও মায়া রে
ভাসে এ অন্তরেও তোরই ছায়া রে

আমার কাজলাগাঁয়ের এক মায়াবতী কন্যা
নাম ছিল তার মায়া
আমার কাজলাগাঁয়ের এক মায়াবতী কন্যা
নাম ছিল তার মায়া

নদীর ঘাটে আসতো
একলা একা হাসতো
জলের আয়নায় দেখে নিজের ছায়া

মায়া রে, ও মায়া রে
ভাসে এ অন্তরেও তোরই ছায়া রে
মায়া রে, ও মায়া রে
ভাসে এ অন্তরেও তোরই ছায়া রে

মায়া রে, ও মায়া রে
ভাসে এ অন্তরেও তোরই ছায়া রে
মায়া রে, ও মায়া রে
ভাসে এ অন্তরেও তোর ছায়া রে



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf
Lyrics powered by www.musixmatch.com

Link