Pran bondhu

মনে পড়ে সুদূরের সেই
দিনগুলো আজো
কতো দেখা তবু যেন
অচেনা-অজানা
মায়াবী সেই দু'চোখের কিশোরী
অপরুপা দেখেছি সাংগোপনে
তোমাকে
দেখেছি বুকের অতল
গভীরে
ক্লান্তিবেলায় দাড়িয়ে
কতকাল পেরিয়ে বন্ধুরে
ভাবিনি---কখনো
এভাবে দেখা হয়ে যা---বে,
আজ সুখের অশ্রু,
ও দুটি চোখে আমার।
বন্ধু ক্ষমা দাও
যদি ভুল হয়ে থাকে,
এসো আর কাছে
মিলন বিরহ মেলায়।
ক্লান্তিবেলায়, দাড়িয়ে
কতকাল পেরিয়ে, বন্ধুরে--
ভাবিনি---কখনো
এভাবে দেখা হয়ে যাবে--
ভাবিনি---কখনো
এভাবে দেখা হয়ে যা--বে,
আজ সুখের অশ্রু
দুটি চোখে আমার--
মিলন বিরহ মেলায়,
মিলন বিরহ মেলায়,
মিলন বিরহ মে--লা--য়।



Credits
Writer(s): Arman Khan, Rajib Ahmed
Lyrics powered by www.musixmatch.com

Link