Ei Peyechhi Anal Jwala

এই পেয়েছি অনল জ্বালা
তারেই শুধু চাই
এই পেয়েছি অনল জ্বালা

হারিয়ে গেলাম আপনারে
হারিয়ে গেলাম আপনারে

দুঃখ কিছুই নাই
তারেই শুধু চাই
এই পেয়েছি অনল জ্বালা
তারেই শুধু চাই
এই পেয়েছি অনল জ্বালা

শিশুর মত অবুঝ খেলা
শিশুর মত অবুঝ খেলা
খেলেছিনু সারাবেলা, অবুঝ খেলা
মাটির পুতুল ভেঙে দিলাম
আমি মাটির পুতুল ভেঙে দিলাম
আপন হাতে তাই

দুঃখ কিছুই নাই
এই পেয়েছি অনল জ্বালা

চলার পথে আমি
চলার পথে পাইনি
আমি পাইনি কী যে
খুঁজব কেন আর
চেয়েছিলাম, আমি চেয়োছিলাম জয়ের মালা
সেই তো সুখের সার
তাই মেনেছি হার

তবু যেন

তবু যেন কোথায় আজি
একটি ব্যথা ওঠে বাজি
আমার চোখের জলে কাহার
ওগো আমার চোখের জলে কাহার
অশ্রুধারা পাই

দুঃখ কিছুই নাই
এই পেয়েছি অনল জ্বালা
তারেই শুধু চাই
এই পেয়েছি অনল জ্বালা



Credits
Writer(s): Ajoy Bhattacharya, Raichand Boral
Lyrics powered by www.musixmatch.com

Link