Swapon Na Bhangey Jodi

স্বপন, স্বপন না ভাঙে যদি শিয়রে জাগিয়া রব
স্বপন না ভাঙে যদি

গোপন কথাটি মম
গোপন কথাটি মম নয়ন-সলিলে কব
নয়ন-সলিলে কব

স্বপন না ভাঙে যদি

যদি আনমনে চলে যাও, চলে যাও
মোর গান নাহি গাও
বেদনা, বেদনা
বেদনা লুকায়ে রাখি রচিব গীতালি নব
রচিব গীতালি নব

স্বপন, স্বপন না ভাঙে যদি শিয়রে জাগিয়া রব
স্বপন না ভাঙে যদি

ফুল হয়ে ছিনু যবে, নিলে না চয়ন করি
ও চরণ পাব বলে মলিন হইয়া ঝরি

ফুল হয়ে ছিনু যবে, নিলে না চয়ন করি
ও চরণ পাব বলে মলিন হইয়া ঝরি

তোমার আকাশ মাঝে

তোমার আকাশ মাঝে
চাঁদ হতে চাহি না যে
শুকতারা, শুকতারা আমি আজ দিগন্তে ঠাঁই লব
দিগন্তে ঠাঁই লব

স্বপন না ভাঙে যদি শিয়রে জাগিয়া রব
স্বপন না ভাঙে যদি



Credits
Writer(s): Ajoy Bhattacharya, Sachin Dev Burman
Lyrics powered by www.musixmatch.com

Link