Anirban

ঠিকানার খোঁজ করো কার
বন্ধু ঠিকানার সন্ধান
এঁকেবেঁকে চলে যাওয়া রাস্তার
নেই কোনো সমাধান
ঠিকানা তোমায় দেয় খোঁজ
নতুন পথ হোক
ঠিকানাই হয়ে যায়
তোমার কাছে বোঝ

ও তুমি বুঝেও বোঝো না
এই অচেনা পথ, যার নেই কোনো সীমানা

ফাঁকা রাস্তার শুন্যতা তাই করছে প্রমান
অন্তরায় এসে হারিয়ে যাচ্ছে গান!

কোথা যাচ্ছ অনির্বাণ
কাকে খুঁজছো অনির্বাণ

কিছু স্মৃতি তুলি ধরে তুমি এঁকে রেখে সাথে
এত কথা লেখা চিঠি, নিয়ে হাঁটো কেন পথে
শ্রান্ত তোমার শরীর!
তবু বুকে চেপে কান্না
শুধু এগিয়ে চলার কারণ
তাঁর ঐ ঠিকানা

ও তুমি বুঝেও বোঝো না
এই অচেনা পথ, যার নেই কোনো সীমানা

ফাঁকা রাস্তার শুন্যতা তাই করছে প্রমান
অন্তরায় এসে হারিয়ে যাচ্ছে গান!

কোথা যাচ্ছ অনির্বাণ
কাকে খুঁজছো অনির্বাণ

ও তুমি বুঝেও বোঝো না
এই অচেনা পথ, যার নেই কোনো সীমানা
নেই কোনো দরজা খুলবে না কেউ বদলাবে না ঠিকই
দেখবে না মানুষ আশার আলো হারিয়ে যাবে এই চিঠি



Credits
Writer(s): Rajkumar Sengupta
Lyrics powered by www.musixmatch.com

Link