Shreyo Tai Nirobota

তুমি আজ এলে না
সময় ছিলো সকাল
দুপুর সন্ধ্যা
তুমি আজ বললে না
যা ছিলো কথা
আমায় বলার

তুমি হারিয়ে যাবে বলে আমিও কি
পারবো না হারাতে
তুমি হারিয়ে যাবে বলে আমিও কি
পারবো না হারাতে
তোমার মাঝে

আমার স্বপ্নে আছে শুধু এক
অন্তহীন বেদনা
আমার স্বপ্নে আছে শুধু এক
অন্তহীন বেদনা
আমি জানি তোমায় আমি
পাবো না
আমি জানি তোমায় আমি
পাবো না

তুমি হারিয়ে যাবে বলে আমিও কি
পারবো না হারাতে
তুমি হারিয়ে যাবে বলে আমিও কি
পারবো না হারাতে
তোমার মাঝে

তুমি যখন থাকো আমার পাশে
জোছনা তখন ঝড়ে চারিদিকে
তুমি যখন থাকো আমার পাশে
জোছনা তখন ঝড়ে চারিদিকে
তুমি আছো বলে
এই আমার বেঁচে থাকা
তুমি আছো বলে
এই আমার বেঁচে থাকা

তুমি হারিয়ে যাবে বলে আমিও কি
পারবো না হারাতে
তুমি হারিয়ে যাবে বলে আমিও কি
পারবো না হারাতে

তোমার মাঝে



Credits
Writer(s): Shetu
Lyrics powered by www.musixmatch.com

Link