Adbhut Mugdhata

কত কত দিন কাব্যহীন
থেকে যায় ডিমের সাদায়
কিছু কিছু নাম প্রেমিকার জিভে
জড়িয়ে যায় কখনও বা কাঁদায়

কত কত দিন কাব্যহীন
থেকে যায় ডিমের সাদায়
কিছু কিছু নাম প্রেমিকার জিভে
জড়িয়ে যায় কখনও বা কাঁদায়

মাদুর হাতে আবছায়াতে চোখের উপর চুল
প্রতিমাসে সর্বনাশে জমতে থাকা ভুল

আমি এত সব বলতে চাই না
যদি বিনা আহ্বানে আমার ঘরে ঢুকে যাও
আলমারি নেড়ে ঘেঁটে যদি কিছু খুঁজে পাও
তোমার কাছে রেখে দিও আমি কিছু চাই না
নিজেকে ভেঙ্গে ফেলে জুড়ে নিও আয়নায়

তোমার এ মহাসন কালোতে ঢাকা সে
পুরনো প্রেমিকার মত তারা আকাশে
কখনও খসে পড়ে, কখনও বা কবিতায়
কলমে কাগজে গলাকাটা দাম চায়

চাই চাই এক অদ্ভুত মুগ্ধতা
দাও দাও এক অদ্ভুত মুগ্ধতা
চাই চাই এক অদ্ভুত মুগ্ধতা
দাও দাও এক অদ্ভুত মুগ্ধতা

কিছু কিছু রাত সেই আঘাত
বিদ্ধ হই আলোর flash-এ
কত কত চিঠি চোখ সরাই
যেই আমি চলে যাই ক্লাসে

মাদুর হাতে আবছায়াতে চোখের উপর চুল
প্রতিমাসে সর্বনাশে জমতে থাকা ভুল

আমি এত সব বলতে চাই না
যদি বিনা আহ্বানে আমার ঘরে ঢুকে যাও
আলমারি নেড়ে ঘেঁটে যদি কিছু খুঁজে পাও
তোমার কাছে রেখে দিও আমি কিছু চাই না
নিজেকে ভেঙ্গে ফেলে জুড়ে নিও আয়নায়

তোমার এ মহাসন কালোতে ঢাকা সে
পুরনো প্রেমিকার মত তারা আকাশে
কখনও খসে পড়ে, কখনও বা কবিতায়
কলমে কাগজে গলাকাটা দাম চায়

চাই চাই এক অদ্ভুত মুগ্ধতা
দাও দাও এক অদ্ভুত মুগ্ধতা
চাই চাই এক অদ্ভুত মুগ্ধতা
দাও দাও এক অদ্ভুত মুগ্ধতা

আমি এত সব বলতে চাই না
যদি বিনা আহ্বানে আমার ঘরে ঢুকে যাও
আলমারি নেড়ে ঘেঁটে যদি কিছু খুঁজে পাও
তোমার কাছে রেখে দিও আমি কিছু চাই না
নিজেকে ভেঙ্গে ফেলে জুড়ে নিও আয়নায়



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link